সিরাজগঞ্জ প্রতিনিধি
পবিমেশের জন্যে ক্ষতিকার বিধায় ৩৬ টি ইউক্যালিপটাস গাছ নিলামে বিক্রি করা হয়েছে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন জানান, পরিবেশের জন্যে ক্ষতিকর বলে বিবেচিত ১ টি রেইনট্রি সহ ৩৫ টি ইউক্যালিপটাস গাছের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে নিয়ম মেনে গত ১৮ নভেম্বর বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
নিলামের ভিত্তিমূল্য ধরা হয় ২ লক্ষ ৫৫ হাজার ৭০২ টাকা । সর্বোচ্চ দরদাতাকে ২ লক্ষ ৫৭ হাজার টাকায় গাছগুলো প্রদান করা হয়।নিলাম বিজয়ীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে আয়কর এবং ভ্যাটসহ সদুময় টাকা পরিশোধ করে গাছগুলো কেটে নিতে হবে বলে তিনি জানান।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, “পরিবেশের জন্যে ইউক্যালিপটাস গাছ ক্ষতিকর বিধায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গাছগুলোর নিলামে বিক্রির ব্যবস্থা করেন। স্বচ্ছতার সাথে নিলাম অনুষ্ঠিত হয়েছে।

