Nabadhara
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে গৃহবধূ জিম্মি করে সাড়ে ৪ লাখ টাকার ডাকাতি

দৌলতপুর (কুষ্টিয়) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি নলুয়ার মোড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

সশস্ত্র ডাকাত দল ওই বাড়ির গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা সাড়ে ৪ লক্ষ টাকা লুট করে নিয়েছে।

ডাকাতির এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তানিয়া জাহান হ্যাপী (৩৮) আজ শনিবার দুপুরে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী গৃহবধূ তানিয়া জাহান হ্যাপী অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার (২১ নভেম্বর) দিনগত রাতে খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ১টা ৩০মিনিটের দিকে প্রকৃতির ডাকে বাথরুমে যায়।

এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪ জন মুখোশধারী সমস্ত্র ডাকাত তার মুখ চেপে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। পরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে বাড়ির পেছনে বাঁশঝাড়ে টেনে নিয়ে যায় এবং তাকে হত্যা করার হুমকি দিয়ে বলে ব্যাংক থেকে যে টাকা তুলেছিস, সে টাকা কোথায় রেখেছিস বল। টাকার কথা হ্যাপী অস্বীকার করলে তাকে মারধর করা হলে প্রাণভয়ে সে জানায় টাকা বাড়ির গোয়াল ঘরে রাখা আছে। পরবর্তীতে ৩ জন ডাকাত সেখানে গিয়ে তার ভ্যানিটি ব্যাগে রাখা ৩ লাখ ৫০ হাজার টাকা এবং বাড়িতে জমা রাখা আরও ১ লাখ টাকা সহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায় এবং যাওয়ার সময় তাকে বাড়ির পাশের ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়।
পরে তার ডাক চিৎকারে স্বামীসহ প্রতিবেশীরা গৃহবধূ হ্যাপীাকে উদ্ধার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান লিটন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দৌলতপুর থানার একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।