Nabadhara
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের লক্ষ্য ছাত্রদের ভবিষ্যৎ, বিএনপির প্রার্থী ফজলে হুদা

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহাদেবপুর-বদলগাছী আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, আগামীতে আপনাদের দ্বারা হবে সত্যের সমাজ, ন্যায়ের সমাজ।

শিক্ষকদের দলীয় শিক্ষক হওয়া যাবে না। কাউকে খুশি করার জন্য ক্লাসে ছাত্রদের সাথে দলীয় আলোচনা করা যাবে না।  শিক্ষকদের চিন্তা হবে শুধু ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে। শনিবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, শিক্ষকের নিজস্ব মতামত থাকতে হবে, যেটা অন্য কোনো দল করতে দেয়নি। তারা শিক্ষককে রাজনীতি করতে বাধ্য করতো। আর শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্য ও আদর্শই ছিল শিক্ষকের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার। আর এটাই জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শ।

হুদা আরও বলেন, আপনি দলীয় কথা বলতে চাইলে দলের পদবী নিয়ে কথা বলেন, দলীয় পদবী না থাকলে আপনি দলের কথা বলবেন না। কারণ আপনি শিক্ষক।

শিক্ষকদের উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ছুটির দিনে আপনারা পারিবারিক কাজ রেখে এখানে এসেছেন। শিক্ষকদের সামনে বড় চেয়ারে বসতে ইতস্তত বোধ হয়। কারণ শিক্ষকের সামনে আমরা সবসময় ছাত্র।

তিনি বলেন, আমি সাদাসিধা জীবন যাপন করি। আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলি। শহীদ জিয়ার কখনও বাহিরে ব্যাংক ব্যালেন্স ও সম্পদ করেনি। আর শহীদ জিয়ার আদর্শই হওয়া উচিৎ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের আদর্শ।

ফজলে হুদা বাবুল বলেন, এখন একটা দল বলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। অথচ বিএনপি সরকারের আমলে দেশের অর্থনীতি ভালো ছিল ।

তিনি বলেন, একজন বিসিএস ক্যাডার যদি ৮ম পাস একজন এমপিকে স্যার বলে, সরকারি কর্মকর্তার একজন ড্রাইভারের বেতন যদি ৩০ হাজার টাকা আর শিক্ষকের বেতন ১৮ হাজার টাকা হয়, তাহলে সেই জাতি কিভাবে উন্নতি করবে। তাই  আমার নেতা তারেক রহমান বলেছেন শিক্ষকদের জন্য সর্ব্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে।

আমি শিক্ষার জন্য কোনো কার্পণ্য করিনা উল্লেখ করে ফজলে হুদা বাবুল বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে কি করবো বলতে পারবো না, তবে আমি এতটুকু করতে পারবো শিক্ষকদের উৎপাট করতে দিব না, কেউ বিরক্ত করতে পারবে না। প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে যদি কিছু করতে হয়, তবে আপনাদের নিয়ে আলোচনা করে করা হবে।

এছাড়া অবসরে যাওয়ার পর সেই শিক্ষকের জন্য যেন একটা ফান্ড খোলা যায়, সেই ব্যবস্থা করা হবে। সেই সাথে গরীব ও অসহায় শিক্ষার্থীরা যেন বিনামূল্যে আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সেই দিক বিবেচনা করা হবে, তবে তার বিনিময়ে আপনাদের একটা পারিশ্রমিকের ব্যবস্থা করা হবে।

মহাদেবপুর উপজেলা এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলীদেওনা রাইপুর নেছারিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ) মোঃ আবুল কালাম আজাদ, সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীনসহ আরও অনেকে। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত হাজারো শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।