Nabadhara
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সড়ক মেরামতের দাবিতে বিক্ষোভ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পৌর এলাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসময় দ্রুত সড়ক সংস্কার না হলে হরতাল কর্মসূচি পালনের হুশিয়ারি দেন বক্তারা। শনিবার (২২ শে নভেম্বর) ৫টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে কর্মসূচির সমাপনী বক্তব্যে কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জের সভাপতি শ ম কামাল হোসেন এ কথা বলেন।

তিনি আরো বলেন, শহরের রাস্তাঘাট সুস্থ্য মানুষের চলাচলের অনুপযোগী। মাঝে মধ্যে যখন কোন উপদেষ্টা আসেন তার আগে একটু ইট-সুড়কি দিয়ে রাস্তা সংস্কার করা হয়। কয়েকদিন পরে আবার আগের মতোই হয়ে যায়। আগামী ২০ দিনের মধ্যে স্থায়ীভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে। নাহলে আমরা জনগণকে নিয়ে হরতাল পালন করবো।

এর আগে বিকাল ৪টার দিকে শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জের সাবেক সভাপতি হামেদা খাতুন, সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব, সদর উপজেলা শাখার সভাপতি আলী নাসিম, সহ সাধারণ সম্পাদক নাজমা আক্তার ময়না, সম্পাদকমণ্ডলীর সদস্য নাসিরউদ্দিন নাসু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।