যশোর প্রতিনিধি
যশোরে ট্রেনে কাটা পড়ে মো. জাহিদ আব্দুল্লাহ সিফাত (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোররাত প্রায় ২টার দিকে যশোর কোতোয়ালি থানার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত যশোর সদর উপজেলার বড় হৈবতপুর, পোস্ট অফিস বারীনগর, ওয়ার্ড-৪ এলাকার বাসিন্দা। তার পিতা জাকির হোসেন এবং মাতা মোছাঃ ছকিনা বেগম। জানা গেছে, তার রক্তের গ্রুপ A+।
স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের ধারণা, অতিরিক্ত ঋণের চাপে পড়ে সিফাত আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশ।

