Nabadhara
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে বসবাস করছেন সহকারী কমিশনার (ভূমি)

কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি

‎নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে বসবাস করছেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি)।

‎জানা গেছে,উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার হচ্ছে উপজেলা পরিষদ আইন ও স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) বিধি অনুযায়ী শুধুমাত্র জনপ্রতিনিধি—উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন। এটি কোনো ভূমি কর্মকর্তা বা অন্য কোনো সরকারি কর্মচারীর জন্য বরাদ্দ নয়।

‎ভূমি কর্মকর্তা কাজ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)–এর অধীন রাজস্ব শাখায়।
‎উপজেলা চেয়ারম্যান হলেন স্থানীয় সরকার কাঠামোর নির্বাচিত জনপ্রতিনিধি। দুই বিভাগ সম্পূর্ণ আলাদা প্রশাসনিক কাঠামো।

‎সরকারি কোয়ার্টার হস্তান্তর, ভাগাভাগি, সাব-লিজ বা অন্যকে বসবাস করতে দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। বরাদ্দভুক্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ বসবাস করলে সেটি ধরা হয়“অনধিকার দখল ও সরকারি সম্পদের অপব্যবহার।”

‎‎এ বিষয়ে কেন্দুয়া উপজেলা পরিষদের আভ্যন্তরীণ বাসা বাড়ি কমিটির সদস্য সচিব কেন্দুয়া উপজেলা প্রকৌশলী  আল আমীন সরকার জানান, কেন্দুয়া উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) কিভাবে? কার অনুমতি সাপেক্ষে কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত বাসভবনে বসবাস করেন তা আমার জানা নেই। উঁনার বসবাসের অনুমতির বিষয়ে আমি লিখিত বা মৌখিকভাবে অবহিত নই ।

‎বাসা বাড়ি কমিটির সদস্য সচিব আল আমীন সরকারকে এ বিষয়ে আপনি কেন জানেন না? এমন প্রশ্ন করলে তিনি জানান,এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ আমাকে জানায় নি, তাই আমি জানি না।

‎কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন ব্যবহারের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরীর  কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউএনও স্যারের কাছে জিজ্ঞেস করেন। স্যারের নির্দেশনা আছে। স্যার বলছে থাকার জন্য। তাই বসবাস করছি।

‎এ বিষয়ে জানতে কেন্দুয়া উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের কাছে মুঠোফোনে কল করলে তিনি জানান, আমি উপজেলা প্রশাসক,এটা আমার বাসা। আমার বাসায় কাকে রাখবো না রাখবো আমার ব্যাপার। লেইখ্যা দেন ইউএনও বলছে, আমাার বাসায় কাকে রাখবো না রাখবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার এখন দুইটা বাসা দুইটা গাড়ি।

‎এছাড়াও জানা গেছে,সরকারী বাসভবন ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম হতে পারে—লিখিতভাবে জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার অনুমোদন দিলে,কোনো কর্মকর্তা সাময়িকভাবে সরকারি ভবনে থাকতে পারেন। কিন্তু উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টারের ক্ষেত্রে এমন অনুমোদন প্রায় শোনা যায় না, কারণ এটি জনপ্রতিনিধির দাপ্তরিক বাসভবন।

‎এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক সাইফুর রহমান জানান,বিষয়টি  উপজেলা প্রশাসক ও ইউএনও এর বিষয়।

‎তবে এ বিষয়ে আরও জানা গেছে,ভূমি কর্মকর্তা উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টারে বসবাস করতে পারেন না।  করলে এটি নিয়মবহির্ভূত এবং অভিযোগযোগ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।