Nabadhara
ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জব্দ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে বাংরাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ১০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশাশুনিতে দায়িত্বরত সেনা ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরী অভিযান পরিচালনা করেন।

 

অভিযান পরিচালনাকালে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে ওসিকুল ও নুর আলী গাজীর ছেলে শরিফুল ইসলামকে ১২টি সিরিঞ্জ সহ বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে আটক করেন।

 

এসময় ১০০ কেজি পুশকৃত মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ আশাশুনি ক্যাম্পে নিয়ে জেলি পুশ করা ৮০ কেজি ও ভালো থাকা ২০ কেজি বাছাই করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুশকৃত ৮০ কেজি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং ২০কেজি ভালো মাছ উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।

 

এ ধরনের অপরাধযোগ্য কাজ আর কখনো করবে না বলে লিখিতভাবে অঙ্গীকার নিয়ে আটককৃতদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।