রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট রামপালে ২০২৫- ২৬ অর্থ বছরে প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা বির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়।
বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান। অনুষ্ঠানে অন্যানোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার জি. এম. অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির রামপাল প্রতিনিধি সুজন মজুমদার প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার মোট ৩০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

