Nabadhara
ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় হেলাল, রাজনীতির পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দিতে হবে

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের উন্নয়নে শুধু রাজনীতি নয়, খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, “ফুটবল আমাদের তরুণ সমাজের প্রাণের স্পন্দন। যেখানে শিশুরা দৌড়ায়, সেই মাঠেই জন্ম নেয় শক্তি, শৃঙ্খলা ও নৈতিকতা। আমাদের দেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে দরকার সঠিক পরিকল্পনা, আধুনিক প্রশিক্ষণ এবং দুর্নীতিমুক্ত ক্রীড়া কাঠামো।”

আজিজুল বারী হেলাল আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে খুলনা-৪-এর প্রতিটি ইউনিয়নে ফুটবল মাঠ সংরক্ষণ, নতুন মাঠ নির্মাণ এবং প্রতিভা খোঁজার একাডেমি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সমাজ গড়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা চাই তরুণরা মোবাইল আসক্তি নয়, মাঠে ফিরে যাক এবং ফুটবলে নিজেদের ভবিষ্যৎ গড়ুক।”

তিনি এসব কথা বলেন ২৩ নভেম্বর বিকালে খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

ফাইনাল খেলায় নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে এসবি আলী ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তহিদ হোসেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির নেতা-কর্মীরা। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক শেখ মহিউদ্দিন লিটু। এছাড়া রূপসা উপজেলা ও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজিজুল বারী হেলাল প্রত্যাশা প্রকাশ করেন, “যদি আমরা সবাই মিলে পরিবর্তনের পাশে দাঁড়াই এবং ধানের শীষকে বিজয়ী করি, এই দেশের ফুটবল আবার জেগে উঠবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।