দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। অনুষ্ঠানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপি ও জামায়াতের নেতা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডাররা, উপজেলা মহিলা ও সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সভায় উপস্থিতদের বিভিন্ন সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি আগামীর বাংলাদেশের নির্মাণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান এবং সকল দপ্তরের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন। এছাড়া সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

