যশোর প্রতিনিধি
খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী নকশী কাঁথা ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে যশোর ধর্মতলা রেলক্রসিং এলাকায়। তবে, যুবকের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে যাওয়া নকশী কাঁথা মেইল ট্রেনটি যশোর অতিক্রমকালে আনুমানিক ৩০ বছর বয়সি পুরুষ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে তিনি মৃতদেহটি উদ্ধার করেন। কিন্তু মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করেও কোনো পরিচয় মেলেনি। সিআইডির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

