Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নত করার লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় বিরামপুরে সুফলভোগীদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫.১১.২৫) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী। তিনি প্রকল্পের লক্ষ্য, উপকারিতা, ছাগল পালনের সঠিক পদ্ধতি এবং এর মাধ্যমে কিভাবে একটি পরিবার অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে—এসব বিষয় তুলে ধরেন।

পরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

তিনি বলেন,“সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আপনারা ছাগলগুলো বিক্রি না করে যত্ন সহকারে পালন করবেন, তাহলেই এই প্রকল্পের আসল সুফল পাওয়া যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ।

প্রকল্পের আওতায় ১৮৭ পরিবারের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের দুটি করে ছাগল, ৫টি করে হেভি ওয়েট ফ্লোর ম্যাট, এবং ২৫ কেজি করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়। ছাগল গ্রহণের সময় উপকারভোগীদের মধ্যে ছিল আনন্দের ছাপ।

নাতালিয়া হাসদা ও রাজু মার্ডি জানান “এই সহায়তা আমাদের পরিবারের আয় বাড়াতে বড় ভূমিকা রাখবে। আমরা ছাগলগুলো সঠিকভাবে পালন করবো।”

স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর আশা প্রকাশ করে জানায়, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের আর্থিক উন্নয়ন, পশুপালন দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে কার্যকর ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।