Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, দু’জন আহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
নভেম্বর ২৫, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুরে আসামি ধরতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোমবার  মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন,  এএসআই আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইফুল। তারা দুজনেই গাজীপুর সদর থানায় কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে মাদক বেচাকেনার একটি স্পটে সদর থানার দুই পুলিশ সদস্য সাদা পোশাকে অভিযানে যায়। বিষয়টি বুঝতে পেরে বিয়ে বাড়িতে ২০-৩০ জন তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে আহতাবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, গাজীপুর  সদর মেট্রো থানাধীন ভোড়া এলাকায় মাদক মামলার আটক আসামি মো. আব্রাহাম রায়হানের আলামত জব্দ ও মাদক ব্যবসায়ী মুমতাজ এবং শাহ জামাল ওরফে মালা পাগলাকে গ্রেপ্তারের চেষ্টাকালে কর্তব্যরত এএসআই আব্দুর রশিদ সাইফুল ইসলাম সংঘবদ্ধ আক্রমণের শিকার হন।

মাদক ব্যবসায়ী ও আসামির আত্মীয়-স্বজনসহ অন্যরা পুলিশ সদস্যদের ঘিরে ধরে মাথায় আঘাতসহ মারধর করে গুরুতর আহত করে। হামলার এএসআই আব্দুর রশিদ ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। সাইফুল ইসলাম আহত অবস্থায় দৌড়ে সরে গেলেও পরে জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্থানীয়দের দ্বারা চোর সন্দেহে দ্বিতীয় দফা হামলার শিকার হন। পরে দুই পুলিশ সদস্যকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর জানায় পুলিশ পরে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মাদক ব্যবসায়ী ধরতে পুলিশের অভিযানের সময় দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।