সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের নির্বাচনী পথসভায় উপচেপড়া জনসমাগম দেখা গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভাটি এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। তিনি নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনার আহ্বান জানান। তাঁর বক্তব্যে উন্নয়ন, অধিকার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার নানা দিক তুলে ধরা হয়।
পথসভাটির সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুল রহমান। এতে আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফেন্দি, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, আনিসুল হকের আগমন উপলক্ষে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, যা এই আসনে বিএনপির পক্ষে গণজোয়ারের ইঙ্গিত দেয়।
পথসভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

