Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগুনে দগ্ধ হয়ে সাতক্ষীরায় ছাত্রী নিহত 

সাতক্ষীরা প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

আগুন কেড়ে নিলো সাতক্ষীরার এক মেধাবী ছাত্রীর ডাক্তার হওয়ার স্বপ্ন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ নভেম্বর) তার মৃত্যু হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) গ্যাসের চুলায় ডিম সিদ্ধ করার সময় গায়ের ওড়নায় আগুন লেগে তিনি অগ্নিদগ্ধ হন।

নিহত শিক্ষার্থীর নাম সাবরিন শারমিন অর্পা (১৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

নিহতের পালক পিতা লাবসা গ্রামের একলাছুর রহমান জানান, অর্পা খুলনার মর্ডান মোড় এলাকার একটি নারী হোস্টেলে থেকে ডিএমসি কোচিং সেন্টারে মেডিকেল ভর্তি কোচিং করছিলো। গত মঙ্গলবার বেলা ১২ টার দিকে হোস্টেলের গ্যাসের চুলায় ডিম সিদ্ধ করে দুই হাত দিয়ে কড়াই ধরে উঠানোর সময় তার গায়ের ওড়নায় আগুন ধরে যায়। এসময় রুম মেটরা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হতে থাকলে আমরা তাকে সেখান থেকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করাই। দুদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে সোমবার বেলা ১২ টার দিকে মারা যায় অর্পা।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ জোহর নামাজে জানাজা শেষে লাবসা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।