শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত সড়ক ২৪ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন খাঁন আব্দুস সালাম, পল্লী চিকিৎসক জি. এম. আব্দুস সালাম, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব, মো. মনিরুল ইসলাম, ঠিকাদার মো. জাবের হোসেন, পল্লী চিকিৎসক মো. ফারুক হোসেন, শেখ জাকির হোসেনসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ইতোমধ্যে রাস্তার দুই পাশে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। তাই জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করার দাবিই যৌক্তিক। কিন্তু প্রকল্পে ২৪ ফুট প্রস্থ রাখার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তারা হুশিয়ারি দেন।
তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

