স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীতে মধুমতি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে চিতলমারী পরিবেশ রক্ষা আন্দোলনের আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। নদীভাঙন, কৃষিজমি ধ্বংস, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং জীববৈচিত্র্যের হুমকির আশঙ্কা তুলে ধরে এতে স্বাক্ষর করেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় শৈলাদাহ খেয়াঘাট এলাকায় মধুমতি নদীর পাড়ে এ গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন—চিতলমারী পরিবেশ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, অধ্যাপক জহরলাল সরকার, নাট্যব্যক্তিত্ব শেলিমুজ্জামান ঠান্ডা মুন্সি, পরিবেশবাদী এনামুল হক গাজী, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সোয়ায়েব হোসেন গাজী, স্কুলশিক্ষক প্রভাত কুমার মজুমদার, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য তুহিন শেখ, তারা মিয়া শেখ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল উপজেলার শৈলাদাহ এলাকার মধুমতি নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ও জনবসতি, ফসলি জমি ঝুঁকির মুখে ফেলছে। পাশাপাশি নৌপথ ব্যাহত হচ্ছে। এ অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

