দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ, দৌলতপুর সেনা ক্যাম্পের কমান্ডার, বিজিবি প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, দৌলতপুর কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে ও মাদক পাচাররোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।
একইসাথে দৌলতপুর সাব-রেজিষ্ট্রারের সীমাহীন দুর্নীতি বন্ধ ও বিলম্বে অফিসে এসে লেট ফি দিয়ে দলিল রেজিষ্ট্রি বন্ধেরও আহবান জানানো হয়।

