Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে নতুন উপজেলা কমপ্লেক্স চত্বরে সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে দেশীয় জাতের গরু, ছাগল, হাঁস ও মুরগিসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শনী করা হয়। এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো প্রাণিসম্পদের বৈচিত্র্য সম্পর্কে জনসাধারণকে ধারণা দেওয়া এবং প্রাণিসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরা। প্রদর্শনীর পাশাপাশি, এটি ছিল জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অংশ।এবারের প্রতিপাদ্য ছিল ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন।

প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাকিব প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।