মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এলডিডিপি প্রকল্পসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম তানজির নাঈম সভাপতিত্ব করেন। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী। এছাড়া বক্তব্য রাখেন খামারী মোঃ আবু দাউদ ও অসিম কুমার দাস।
অনুষ্ঠান শেষে সফল ও শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। আয়োজকরা জানান, প্রাণীসম্পদ উন্নয়ন, খামারখাতে উদ্ভাবন এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

