চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে সাত দিনব্যাপী এ প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারিদের ৩০টি স্টলে গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখির বিভিন্ন জাত প্রদর্শন করা হয়, যা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবিরের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা ভেটেরিনারি সার্জন তানভীর আনজুম অনিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, বিভিন্ন ইউনিয়নের ভেটেরিনারি ডাক্তার, খামারি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গরু, মহিষ, ছাগল-ভেড়ার মাংস, হাঁস-মুরগির মাংস ও ডিম—সবই পুষ্টি চাহিদা পূরণে অপরিহার্য। খামারিদের উৎসাহ দিতে সরকার চিকিৎসা সেবা, কৃত্রিম প্রজনন, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নানা সহায়তা অব্যাহত রেখেছে। তারা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও নিয়মিত ভেটেরিনারি পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

