স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছাঃ সাদিয়া সুলতানা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোঃ নাসের, লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমীর মাওলানা হাদিউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুনসহ প্রমুখ।
এদিকে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ওই দিনই দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

