Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ পালিত

জয়পুরহাট প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদা নাজনীন ডেইজি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

মেলায় অংশগ্রহণকারী খামারি জানিয়েছেন, মাদাই গ্রামের সৌখিন খামারি আবু তালেব একটি ছাগল নিয়ে অংশগ্রহণ করেছেন, যার ওজন ১১০ কেজি। অপরদিকে, মহেশপুর গ্রামের দুলালি বেগম তিনটি দুম্বা লালন-পালন করছেন এবং তার মধ্যে একটি দুম্বা মেলায় প্রদর্শন করছেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলায় মোট ৩০টি স্টল স্থাপন করা হয়। এতে গরু, ছাগল, হাঁস, মুরগী, মহিষ, সৌখিন খামারি এবং আধুনিক প্রযুক্তি—মোট ৭টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।