Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজন ছিল।

প্রদর্শনীর সূচনার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়, যা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে খামারি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

প্রদর্শনী প্রাঙ্গণে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। এরপর তিনি স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের পণ্য ও উদ্ভাবন ঘুরে দেখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক পরিচর্যা পদ্ধতি অনুসরণ করলে দুধ, ডিম ও মাংস উৎপাদনে আলফাডাঙ্গা একটি মডেল উপজেলায় পরিণত হতে পারে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, বিএনপি নেতা খোসবুর রহমান খোকন, জামায়াতে ইসলামী আলফাডাঙ্গার আমির মাওলানা কামাল হোসেন এবং সেক্রেটারি এস এম হাফিজুর রহমান। তারা বলেন, “প্রদর্শনী নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রাণিসম্পদ খাতে আধুনিক পরিবর্তনের ধারা ত্বরান্বিত করে।”

প্রদর্শনীতে খামারি ও উদ্যোক্তারা গরু, ছাগল, ভেড়া, দেশি-বিদেশি জাতের মুরগি, কবুতর, বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রাণিসম্পদ সম্পর্কিত পণ্য প্রদর্শন করেন। স্টলগুলোর সৃজনশীল সাজসজ্জা ও বৈচিত্র্যময় প্রাণিসম্পদ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য—‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’। আমাদের লক্ষ্য প্রযুক্তিভিত্তিক দক্ষ খামারি গড়ে তোলা এবং নিরাপদ আমিষ উৎপাদন উৎসাহিত করা।”

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অতিথিরা পুরস্কার বিতরণ করেন এবং খামারিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।