Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী সদর বাজার কমিটির নির্বাচনে ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
নভেম্বর ২৬, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

চিতলমারী সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ২৮ নভেম্বর, শুক্রবার চিতলমারী সরকারি এস.এম. মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর ব্যবসায়ীদের এই নির্বাচনের আয়োজন করায় নির্বাচনের প্রতি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীর প্রচারণা। পুরো বাজার জুড়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে দেখা যাচ্ছে এক অন্যরকম চিত্র। প্রার্থীরা প্রতিক পাওয়ার পর থেকে সমর্থকদের নিয়ে বাজারে নির্বাচনী পথসভা ও মিছিলসহ বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন।

এবার নির্বাচনে ৫টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে ভোট প্রদান করবেন ৭০৮ জন ভোটার।

আগামী ২৮ নভেম্বর, শুক্রবার চিতলমারী সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে যারা ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন তারা হলেন:সভাপতি পদে (৩জন): মোঃ শোয়ায়েব হোসেন গাজী, মোঃ শহর আলী গাজী, মোঃ মনিরুজ্জামান খান,সাধারণ সম্পাদক পদে (২জন): মোঃ শেখ আসাদুজ্জামান, মোঃ জয়নুল পারভেজ সুমন,সংগঠনিক সম্পাদক পদে (২জন): মোঃ রাসেল শেখ, মোঃ সাদ্দাম শেখ,কোষাধক্ষ পদে (২জন): মোঃ রাজু তালুকদার, লিটন,দপ্তর সম্পাদক পদে (২জন): মোঃ সিব্বির হাসান, অনুপম সাহা।

নির্বাচনে জয়লাভ করলে ব্যবসায়ীদের কল্যাণে কোন কাজ করবেন সে বিষয়ে প্রার্থীরা ইশতেহারও দিচ্ছেন। নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।