সাতক্ষীরা প্রতিনিধি
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১২টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের চত্বরে এ অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এফ. এম. মান্নান কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুদ্দোজা। শুরুতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মশিউর রহমান।
প্রদর্শনী ও আলোচনা সভায় জেলা ভেটেরিনারি অফিসার ডা. বিপ্লবজিৎ কর্মকার, অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন, জেলা কৃষি প্রকৌশলী হারুন বিন হানিফসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জেলা প্রাণিসম্পদ চত্বরে আয়োজিত প্রদর্শনীতে ৬টি ক্যাটাগরিতে স্থান পাওয়া ২২টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

