ঝিনাইদহ প্রতিনিধি
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণী বুধবার উদ্বোধন করা হয়েছে।
দুপুরে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এরপর শহরের বিভিন্ন সড়ক ঘুরে একটি র্যালী অনুষ্ঠিত হয়, যা পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.এস.এম. আতিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শণীতে এবার ২৯টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে বিভিন্ন খামারি, উদ্যোক্তা, কৃষাণ-কৃষাণী তাদের পালিত পশু ও পাখি প্রদর্শন করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

