Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার ২৬ নভেম্বর ২০২৫ সকালে উপজেলার পাইলিং মোড় আমবাগানে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার
আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নয়ন মিয়া ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার । এবছর প্রদর্শনীতে মোট ৩০ টি স্টলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রকার প্রাণী নিয়ে উপস্থিত হোন চাষীরা । এর মধ্যে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ঘোড়া ও বিড়াল ছিল চোখে পড়ার মতো ।

এছাড়াও বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, পাখি ও ছাগলের সমাগম ও ছিল এই প্রদর্শনীতে । সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত এই প্রদর্শনী চলমান থাকবে বলে জানিয়েছেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহাদৎ হোসেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।