হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ২৬ নভেম্বর ২০২৫ সকালে উপজেলার পাইলিং মোড় আমবাগানে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার
আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নয়ন মিয়া ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার । এবছর প্রদর্শনীতে মোট ৩০ টি স্টলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রকার প্রাণী নিয়ে উপস্থিত হোন চাষীরা । এর মধ্যে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ঘোড়া ও বিড়াল ছিল চোখে পড়ার মতো ।
এছাড়াও বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, পাখি ও ছাগলের সমাগম ও ছিল এই প্রদর্শনীতে । সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত এই প্রদর্শনী চলমান থাকবে বলে জানিয়েছেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহাদৎ হোসেন ।

