Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে সাংবাদিক খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

হোসাইম মোহাম্মদ দিদার,দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে প্রাণনাশের
হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে৷

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে পৌর সদরের শহীদ রিফাত পার্ক চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান,সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। অন্যায় যেখান তিনি সেখানে,অনিয়ম যেখানে তিনি সেখানে। তাকে হুমকি-ধামকি দিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়া গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, খোকন চৌধুরী দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাকে ভয়ভীতি দেখিয়ে কোনো সত্যকে চাপা দেওয়া যাবে না। প্রয়োজন হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়। পাশাপাশি মুক্ত গণমাধ্যম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সাহাব উদ্দিনের আয়োজনে বক্তব্য রাখেন, সাংবাদিক এম.এইচ মোহন (আমার দেশ), মোহাম্মদ আলী (আমার দেশ),করিম সরকার (রুপালী বাংলাদেশ), ওমর ফারুক মিয়াজী (কালের কন্ঠ), শরীফ প্রধান(ইত্তেফাক), , জাকির হাজারি (দেশ রুপান্তর),  হানিফ খান( নয়া দিগন্ত),
লিটন সরকার বাদল(খবরের কাগজ), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ),জিল্লুর রহমান(মাই টিভি),হোসাইন মোহাম্মদ দিদার( দ্যা বাংলাদেশ টুডে),তৌফিক রুবেল(সংগ্রাম),  মাসুম বিল্লাহ(আনন্দ বাজার)।

এছাড়াও উপস্থিত ছিলেন, শামীম রায়হান( জনকণ্ঠ), আপেল মাহমুদ( বাংলা টিভি),মামুনুর রশিদ রুবেল (প্রতিদিনের সংবাদ),শাহাবুদ্দীন আহাম্মেদ (কালবেলা), হাবীবুর রহমান(এনটিভি), মোহাম্মদ কামরুল হক চৌধুরী (ডেইলি অবজারভার), সেলিম আহাম্মেদ ( প্রতিসময়),মামুনুর রশিদ রুবেল (প্রতিদিনের বাংলাদেশ), আহনাফ তিহামী( কালের কন্ঠ ডিজিটাল), আলেক হোসেন( বাংলাদেশ সমাচার),রাজীব আহাম্মেদ (নিরপেক্ষ),রাসেল মুন্সী(এফবি নিউজ),মো, শরিফুল ইসলাম(সকালের সময়) ও মো, সাইফুল ইসলাম
(যায়যায়দিন) প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।