Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়া ঢেমশা ইউনিয়নে ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে স্থবির হয়ে থাকা প্রায় থেকে ২৫টি উন্নয়ন প্রকল্প পুনরায় উদ্ধার ও পুনঃসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শনে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে চলমান কাজ তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহের, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ জনগণ। তারা বিভিন্ন প্রকল্পস্থলে গিয়ে সড়ক সংস্কার, কালভার্ট নির্মাণ, শিক্ষা ও জনসাধারণের সুবিধাভিত্তিক কাজে অগ্রগতি সরেজমিন পর্যবেক্ষণ করেন।

ইউএনও প্রকল্প বাস্তবায়নে মান ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি মাঠপর্যায়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন, কাজের গতি ও সামগ্রী ব্যবহারের মান যাচাই করেন এবং অসম্পূর্ণ প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্প উদ্ধার হওয়ায় তারা স্বস্তি ও আশাবাদী। তাদের প্রত্যাশা—দীর্ঘদিনের উন্নয়ন বিপর্যয় কাটিয়ে ঢেমশা ইউনিয়নে নজরকাড়া পরিবর্তন আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।