স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। তিনি লোহাগড়া উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনগণের সেবা নিশ্চিতকরণ ও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় আরও বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছা. সাদিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামানসহ আরও অনেকে।
সভায় বক্তারা লোহাগড়ার চলমান সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত সকলের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে সহযোগিতা ও যৌথ উদ্যোগের আহ্বান জানান।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়। সভা শেষে জেলা প্রশাসক উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

