Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি 
নভেম্বর ২৭, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনিতে উষ্ণ, অংশগ্রহণমূলক ও তথ্যবহুল পরিবেশে ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পের তৃতীয় পর্যায়ের কার্যক্রমের সূচনা করা হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও সদর ইউনিয়নের দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সভায় সভাপতিত্ব করেন ইএসডিও-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এছাড়া সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধিসহ সমাজসেবা, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি সম্প্রসারণ খাতের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং মুসলিম এইড ইউকের প্রজেক্ট কো-অর্ডিনেটর এস এম মনোয়ার হোসেন, কমিউনিটি লিডার ও প্রায় ৫০ জন উপকারভোগী সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও ঘনঘন দুর্যোগের প্রভাব মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি, নেতৃত্ব গঠন, গণঅংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।