কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় ও বিএনপির ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে টাংগাইলের কালিহাতীতে বৃহস্পতিবার বিকেলে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপশহর এলেঙ্গা বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।
কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদের সভাপতিত্বে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এস এম এ খালিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোহর আলী, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, সাবেক মেয়র শাফী খান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুজ্জামান তালুকদার বাবর, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রফিক এবং সাবেক ছাত্রদলের সভাপতি রশিদুল ইসলাম রতন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান মতিন বলেন, “আমাদের দলের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে দেশের সার্বিক উন্নয়ন হবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন মানুষ না খেয়ে না মরে। কালিহাতীর মানুষ যেন খাবারের অভাবে না ভুগে—এটা আমার প্রার্থনা।” তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একত্রে কাজ করতে হবে। বিজয়ী হলে বিএনপি ক্ষমতায় এসে দেশের উন্নয়নের পথ সুগম করবে এবং এ অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।”

