Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদা নর্থ খুলনা কলেজে দুই দিনব্যাপী উৎসবের সমাপ্তি

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

উত্তর খুলনার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নর্থ খুলনা কলেজে দুই দিনব্যাপী আয়োজিত উৎসব বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। দিনব্যাপী পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনা ও কনসার্টে পুরো কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হরিদাস মজুমদার ও সরদার ইসমাইল।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক অনির্বাণ রায় এবং পুষ্প বিশ্বাস। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শিকদার ওয়াহিদুজ্জামান, মোল্লা জিল্লুর রহমান, মো. শফিকুর রহমান, অনিমা রানী বিশ্বাস, সাধন কুমার সাহা, প্রভাষক এস এম শফিউল্লাহ, রমা মণ্ডল, মুসলিমা খানম, মোহাম্মদ গোলাম মোর্তজা পলাশ, শেখ ফরিদ আহমেদ, সোনিয়া রহমান, বিপ্লব শিকদার, শাহিনুর রহমান, রবিউল ইসলাম রাজু ও উজ্জ্বল কুমার কুণ্ড।

ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক মো. দেলোয়ার হোসেন দিলু। পুরো আয়োজন চিত্রায়ন করেন প্রদর্শক হিমরুল ইসলাম।

শেষে আয়োজিত কনসার্টে শিক্ষার্থী ও শিক্ষকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। সমাপনী অনুষ্ঠানজুড়ে উপস্থিত সবার অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।