জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসা মাঠে শুক্রবার (২৮ নভেম্বর) “ইসলামী সমাজ কল্যাণ পরিষদ” কালাইয়ের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, জেলা জামায়াতের আমীর মো. ফজলুর রহমান এবং জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ।
সকাল ৯টা থেকে দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে মোট ১২টি বুথে বগুড়ার আল রাজী হাসপাতাল, জয়পুরহাট গ্রাজুয়েট হাসপাতাল এবং খনজনপুর সামাজিক চক্ষু সেবা কেন্দ্রের অভিজ্ঞ চিকিৎসকরা চক্ষু, মা ও শিশু, ডায়াবেটিস, দন্ত ও মুখগহ্বর, হাড়, নিউরোসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. কাইছার আহম্মেদ। organizers জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

