Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
নভেম্বর ২৮, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, বিগত বছরের আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর চেয়ারম্যান মো. ইউনুছ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন দি কো-অপারেটিভ ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (কাল্ব)-এর জেলা সহকারী ব্যবস্থাপক মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক পিএলসি’র দৌলতপুর শাখার ব্যবস্থাপক মো. আব্দুল আলিম এবং অগ্রণী ব্যাংক পিএলসি বড়গাংদিয়া শাখার ব্যবস্থাপক মো. সোহেল রানা। জাতীয় সহায়ক প্রতিষ্ঠান হিসেবে সভায় অংশ নেয় কাল্ব-এর প্রতিনিধিদল।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সাধারণ সভা শেষে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ ও নিয়মিত সঞ্চয় প্রদানকারী সদস্যদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।