Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় হেলালের পক্ষে যুবদলের গণজোয়ার

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সমর্থনে খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে যুবদলের উদ্যোগে দিনব্যাপী প্রাণবন্ত গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮.১১.২৫) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। তাঁর নেতৃত্বে নেতাকর্মীদের সমাগমে ছাগলাদাহজুড়ে সৃষ্টি হয় নির্বাচনী উচ্ছ্বাস ও গতিময়তা।

গণসংযোগ চলাকালে ইবাদুল হক রুবায়েত বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ অনুপস্থিত ছিল। তিনি অভিযোগ করেন, স্বৈরশাসনের চাপে মানুষের ভোটাধিকার বারবার ক্ষুণ্ন হয়েছে।

রুবায়েত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, খুব দ্রুতই তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ নতুন পথচলার সুযোগ পাবে। তিনি আশা প্রকাশ করেন—তেরখাদার মানুষ ধানের শীষে রায় দিয়ে আজিজুল বারী হেলালকে বিপুল ভোটে বিজয়ী করবে।

এদিন গণসংযোগে জেলা বিএনপির নেতা মোল্লা রিয়াজুল ইসলাম ও আতিক নেওয়াজ চঞ্চল উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন জেলা যুবদলের সক্রিয় নেতারা—আব্দুল্লাহেল কাফি সখা, ওহেদুজ্জামান সোহাগ, রাসেল আহমেদ নাসিম, মাহমুদ হাসান রাজু, শাওন ইবনে আকবর, দেলোয়ার হোসেন দেলো, এ এইচ শাওন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিলু চৌধুরী, গোলাম মোস্তফা ভুট্টো, অহিদ শেখ, আলী হাসান তুহিনও শুরু থেকে শেষ পর্যন্ত কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মিছিলে আরও অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদ রমিজ, সাব্বির হোসেন লিমন, ছাত্রদলের নেতা চৌধুরী আশাবুর রহমান, সাব্বির আহমেদ টগর এবং সোহাগ সদ্দার।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলাদাহ ইউনিয়নের প্রতিটি মোড়, বাজার ও গ্রামে নেতাকর্মীদের স্লোগানে মুখর ছিল পুরো অঞ্চল। গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, আর ধানের শীষের প্রতি সমর্থন জানাতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।