Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬

Bayzid Saad
সেপ্টেম্বর ৭, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামী তরিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

সোমবার (৬ সেপ্টেম্বর) ভুক্তভোগীর মা র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনায় এসে তাঁর মেয়েকে নির্যাতনের অভিযোগ করে।

এরপর তাৎক্ষনিকভাবে মোল্লাহাটের আড়ুয়াডিহি গ্রাম থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার পূর্বক অভিযুক্ত তরিকুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তরিকুল আড়ুয়াডিহি গ্রামের সবুর মোল্লার ছেলে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) র‌্যাব সূত্র জানায়,  ভুক্তভোগী নারী র‌্যাবের কাছে বলেন,  অভিযুক্ত তরিকুল ইসলামের সাথে ২০২০ সালের ১৩ ই মার্চ তার বিবাহ হয়। এরপর থেকে তরিকুল বিভিন্ন সময় যৌতুকের দাবীতে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

চলতি বছরের গত ৪ এপ্রিল তরিকুল শারীরিক নির্যাতন করলে বাবার বাড়ী চলে যায় ভূক্তভোগী ওই নারী। দীর্ঘদিন পর ১৪ আগস্ট কোন প্রকার শারীরিক ও মানুষিক নির্যাতন করিবেনা মর্মে অঙ্গিকারবদ্ধ হয়ে ভূক্তভোগী নারীকে তার বাড়ীতে নিয়ে আসে অভিযুক্ত তরিকুল।

আবারও ১০ লক্ষ টাকা যৌতুকের দাবীতে গত ৫ সেপ্টেম্বর সকালে ভূক্তভোগী নারীকে  পূর্বের ন্যায় মারপিট করে তরিকুল। খবর পেয়ে  র‌্যাব-৬ খুলনার আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ভূক্তভোগী নারীকে উদ্ধার পূর্বক অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে মোল্লাহাট থানায় হস্তান্তর করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।