শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে হিজলা চরপাড়া (সিআইজি-২) মৎস্যচাষী সমবায় সমিতি ও হিজলা মাঠপাড়া মৎস্য চাষী সমবায় সমিতির সদস্যদের মধ্যে মৎস্যদপ্তর থেকে ৪০ সেট ওয়াটার পাম্প বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মৎস্য দপ্তরের আয়োযনে ২০২০- ২০২১ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ (এনএটিপির) আওতায় (এআইএফ-২) অনুদান হিসেবে এসকল পাম্প বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও মো: লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা: মনোহর চন্দ্র মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস, এম জিল্লুর রহমান রিগান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বপনা, সদর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দেবাশিষ বিশ্বাস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।