হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে বিনামূল্যের ভেটেরিনারি মেডিকেল ও ভ্যাক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) উপজেলার সাহেবেরচর ভাটিপাড়া গ্রামে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালনা করা হয়।
ক্যাম্পে প্রায় ৫০০-এর বেশি গবাদিপশুকে ভ্যাক্সিন প্রদান করা হয়। পাশাপাশি খামারিদের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় এবং পশুপালন, রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ উজ্জ্বল ও ভেটেরিনারি সার্জন মোজাহিদুল কবির শিহাব। তারা খামারিদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকা ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্র জানায়, খামারিদের সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এরকম ফ্রি ক্যাম্প নিয়মিতভাবে আয়োজন করা হবে।

