Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে — আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য

লিয়াকত আলী খান, নোয়াখালী প্রতিনিধি 
ডিসেম্বর ২, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

লিয়াকত আলী খান, নোয়াখালী প্রতিনিধি 

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বাংলাদেশের কৃষিক্ষেত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে উল্লেখ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন—“জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় কৃষকদের জলবায়ু-সহিষ্ণু ফসল উৎপাদনে সক্ষম করে তুলতে হবে। কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ছাড়া কৃষিতে স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়।”

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিআরএ-বিডি প্রজেক্টের আন্তর্জাতিক সেমিনারের টেকনিক্যাল সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মতামত প্রকাশ করেন। ‘ইন্টারন্যাশনাল সেমিনার অন ফারমার্স ক্যাপাসিটি বিল্ডিং ইনিশিয়েটিভস্ ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট এগ্রিকালচার ইন বাংলাদেশ, থ্রু লো-কার্বন ইকোসিস্টেমস’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করে উন্নয়ন সংস্থা ANTAR, AJI-CLE Japan ও RYOBI Systems Japan।

আইসিআরএ-বিডি প্রকল্পের আওতায় পরিচালিত কার্যক্রম তুলে ধরে নোবিপ্রবি উপাচার্য জানান—ধানক্ষেতে মিথেন গ্যাস নির্গমন কমানো, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং AWD (Alternate Wetting and Drying) প্রযুক্তির মাধ্যমে কৃষকদের সম্পৃক্ততা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “মিথেন নির্গমন কমাতে AWD পদ্ধতি অত্যন্ত কার্যকর। এ প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের দক্ষতা বাড়াতে হবে।”

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান। ANTAR-এর চেয়ারপারসন মো. ইমরানুল হক চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) পরিচালক ড. রফিকুল ইসলাম।

কি-নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন BRRI-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. এস এম মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন RYOBI Systems Japan–এর প্রতিনিধি শানসুকি মায়াকে ও রয়োসুকি মিচিওকা। আইসিআরএ-বিডি প্রকল্পের পক্ষ থেকে গবেষণা উপস্থাপন করেন তাইচি ওয়াতানেব।

এ ছাড়া পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন—গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান,পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. মাহমুদ হোসেন।

সেমিনারে জাপান দূতাবাসের প্রতিনিধি, সিএআরএস–ডিইউ-এর পরিচালকসহ দেশ–বিদেশের সরকারি-বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও এনজিওর ১০০ জনেরও বেশি প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।