Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে পরিবারকল্যাণ কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে দশ দিনের কর্মবিরতি

মৌলভীবাজার প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে দশ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ, আমিরুন নাহার চৌধুরী, মো. সোহেল খাঁন, মাইকেল দেবনাথ, পরিবার কল্যাণ সহকারী শ্রাবণী কৈরী, শামীম আরা শম্পা প্রমুখ।

বক্তারা জানান, তাদের একমাত্র দাবী হলো পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়ন। এই দাবী পূর্ণ না হলে আগামী ১০ দিন (২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত) পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। পাশাপাশি সেবা ও প্রচার সপ্তাহও বর্জন করা হবে।

পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ জানান, দেশের ৩৩,৭১০ জন পরিবার কল্যাণ কর্মী জনসংখ্যা নিয়ন্ত্রণ, দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ সেবা প্রদান করছেন। তবে চাকরি রাজস্ব খাতে থাকা সত্ত্বেও নিয়োগবিধি কার্যকর হয়নি। তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট একটি শ্রেণিকে সুবিধা দেওয়া হচ্ছে, আর ২৬ বছর ধরে তাদের কর্মীদের বঞ্চিত করা হচ্ছে।

কর্মসূচি পরিচালনাকারীরা সরকারের প্রতি জোর দাবি জানান, অবিলম্বে নিয়োগবিধি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।