পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের ধামেরঘাট বিওপি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৩ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. রেজোয়ানের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৬৮/১৩ থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার চাকলাহাট ইউনিয়নের খালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় শাড়ী আটক করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকা।
নীলফামারি ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে আছে এবং যে কোনো মূল্যে মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সর্বদা প্রস্তুত রয়েছে।

