Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল

Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে পৌর শ্রমিক দলের সভাপতি আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসহাক তরফদার এর সঞ্চালনায় পবিত্র মিলাদ ও দোয়াপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কিরন মিয়া, পৌর কৃষক দলের সভাপতি মো. হায়দার আলী, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভ্পাতি মো. আমজাদ হোসেন, জেলা শ্রমিক দলের সদস্য ইউসুবুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মো. রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি মো. নায়েবুর রহমান মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময় অন্যান্যের মাঝে পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ, যুগ্ম সম্পাদক কাজল মীর, অর্থ বিষয়ক সম্পাদক মো. ফুলু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, জাসাস উপজেলা আহবায়ক কমিটির সদস্য মো. পনির খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সফিক সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।