পঞ্চগড় জেলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টায় ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আমিনার রহমান, সাংগঠনিক সম্পাদক রবীন রায়, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি। এছাড়া ওলামা দলের সদস্য সচিব মোহাম্মদ নহরুল হক সরকার, যুবদলের যুগ্ন আহবায়ক মোর্শেদ, ঈদুল, বাবুল, সদস্য রাসেল ও রিংকু এবং ছাত্রদলের নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র তিনবারের সফল প্রধানমন্ত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান জাতির ইতিহাসে অম্লান থাকবে। আজ তিনি অসুস্থ, তাই আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
দোয়া মাহফিলের শেষপর্যায়ে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

