Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গম মদকে ৫৭ বিজিবির মানবিক সেবা : ১২০ জনের বেশি পাহাড়ি মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি 
ডিসেম্বর ১০, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি 

বান্দরবানের দুর্গম মদক এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত নৃ-গোষ্ঠীভুক্ত মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) মদক বিওপিতে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ১২০ জনেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকার হতদরিদ্র ও নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে আসছে ৫৭ বিজিবি। “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় তারা চিকিৎসা, আর্থিক সহায়তা, খাদ্য-বস্ত্র বিতরণ, শীতবস্ত্র, দুর্যোগে ত্রাণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর নির্দেশনায় ক্যাম্পটি পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি। রোগীদের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

বিজিবি জানায়, আগামীতে অন্যান্য বিওপি এলাকাতেও পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। দুর্গম পাহাড়ে বসবাসকারী মানুষদের একমাত্র ভরসা হিসেবে বিজিবি ভবিষ্যতেও এসব জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

ক্যাম্পে মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহমেদ সাব্বির, বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্য, স্থানীয় পাড়ার কারবারী, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্প সম্পন্ন হয়।

বিজিবি মনে করে, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।