Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের ইতনা গনহত্যার শহীদের বধ্যভূমি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Bayzid Saad
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ১৯৭১ সালের ২৩ মে ভোরে পাকিস্তানি বাহিনীর কর্তৃক বর্বরোচিত গণহত্যা সংগঠিত হয়। ইতনায় ২৩ মে এই গনহত্যায় সেদিন নিরস্ত্র ৩৯ জন শহীদ হন এবং ৭ জন গুলিবিদ্ধ অবস্থায় বেঁচে যান।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন ও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রাখী ব্যানার্জী ইতনার শহীদের বধ্যভূমিটি পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইতনা ইউপি চেয়ারম্যান সরদার নাজমুল হাসান টগর, ইতি-নাই থেকে ইতনা (ইতিহাস গ্রন্থ) এর লেখক চিত্রকর এস এম আলী আজগর রাজা, কবি ও উপন্যাসিক নারায়ণ চন্দ্র বিশ্বাস, শিক্ষক শেখ আতাউর রহমান ফিরোজ, কবি ও সাংবাদিক খায়রুল আলম ও ইতনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পংকজ কুমার দাস ও ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অন্যিন্দ সরকার, অধ্যাপক আমিরুল খান প্রমুখ।

জেলা প্রশাসক মো হাবিবুর রহমান পরিদর্শন শেষে বলেন বধ্যভূমিটি যাহাতে সরকারি ভাবে সংরক্ষণ করা হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।