রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি গণতন্ত্র, মানুষের অধিকার এবং একটি নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উন্নয়ন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড চালু এবং এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) তেরখাদা উপজেলায় ধানের শীষের পক্ষে দিনব্যাপী ডোর টু ডোর প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
দুপুর থেকে গভীর রাত পর্যন্ত তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগে অংশ নেন আজিজুল বারী হেলাল। প্রচারণার অংশ হিসেবে তিনি ছাগলাদাহ ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে যোগ দেন।
পরে পশ্চিমপাড় এলাকা ও বরইতলা বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। একই দিনে তিনি মাটিয়ারকুল মন্দির ও পাতলা কপালি পাড়া মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চান।
ভোটারদের উদ্দেশে আজিজুল বারী হেলাল বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ধানের শীষ আজ দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ভোটাধিকার ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা প্রদান এবং যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে বিএনপির প্রধান অগ্রাধিকার।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মো. জুলফিকার আলী খান, শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান আনিস, মোহাম্মদ আরিফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, শফিকুল ইসলাম বাবু, মোহাম্মদ আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, এফ এম হাবিবুর রহমান, মোল্লা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, মো. বিল্লাল হোসেন, আজিজুর রহমান আজিবার, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু মোল্লা, জামাল বিশ্বাস, এস কে নাসির আহমেদ, এমদাদুল ইসলাম, মোবাশ্বের আলম, খান গিয়াস, কামরুল ইসলাম, পলাশ সেখ, আলমগীর শেখ, ইমামুল ইসলাম ও তৌহিদুল ইসলাম।
এ ছাড়া যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সি ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, আসাবুর চৌধুরী, রাজু শেখ, আমিনুল ইসলাম, মহিদুল ইসলাম, সাব্বির হোসেন লিমন, রাসেল ফকির, ইশান মোল্লা, তারেক রেজা মুন্না ও পারভেজ এবং মহিলা দল নেত্রী কোহিনুর বেগম ও রূপালী বেগমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।

