Nabadhara
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্মরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
ডিসেম্বর ১৫, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত চার শহীদ মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজয় দিবস কর্মসূচির প্রথম দিনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন অধ্যক্ষ সুভাস সরকার, মো. মফিজ উদ্দিন, আলাউদ্দিন জোয়ার্দ্দার ও মো. ময়নুল ইসলাম, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথ, সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক আয়ুব আলী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, বিএনপি নেতা আমিনুর রহমান, অধ্যাপক সাইদুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে ২৮ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডা. আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।