মোছাঃ কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
বিজয়ের সাজে সেজেছে রাজধানীর কবি নজরুল কলেজ। রাত পোহালেই বিজয়ের ভোর।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। লাল-সবুজ আলোয় ঝলমল করছে ক্যাম্পাসের আঙিনা। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ক্যাম্পাসের প্রতিটি ভবন।
বিজয় দিবস উপলক্ষে কলেজের প্রশাসনিক ভবন, শহীদ ইকরাম হোসেন কাওছার ভবন এবং শহীদ মো. জিহাদ হোসেন ভবন লাল–সবুজের বর্ণিল আলোয় সজ্জিত করা হয়েছে। সন্ধ্যার পরই লাল, ও সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো ক্যাম্পাস। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানিতে মন কেড়েছে সবার।
১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও প্রায় ৩০ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় নিশ্চিত হয় এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থায়ী স্বীকৃতি পায়।
উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন,মহান বিজয় দিবস আমার কাছে গভীর শ্রদ্ধা, গর্ব আর কৃতজ্ঞতার অনুভূতি বহন করে।
এই দিনটি মনে করিয়ে দেয় অসংখ্য শহীদের ত্যাগ, মায়েদের চোখের জল আর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহসের কথা যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন লাল সবুজের বাংলাদেশ।
একই বিভাগের নুর আলম সবুজ বলেন, সত্যি বলতে বিজয় দিবস নিয়ে আমার তেমন কোনো অনুভূতি কাজ করে না। কারণ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো শহীদদের রক্তের যথার্থ মূল্যায়ন করতে পারিনি। তাঁদের যে স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ, তা আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
রসায়ন বিভাগের (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের জয়তুনি বলেন, এই দিনটি আমাদের স্বাধীনতার ইতিহাস জানায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা সহজে পাওয়া যায়নি, তাই এর মূল্য রক্ষা করাই আজকের প্রজন্মের সবচেয়ে বড় দায়িত্ব।
বাংলা বিভাগের (২০২১-২০২২) শিক্ষাবর্ষের রেজওয়ান ইসলাম বলেন,প্রতিটি বিজয়ের সঙ্গে জড়িয়ে থাকে আত্মত্যাগের ইতিহাস। বিজয়ের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, সেই সব শহীদ হৃদয়ের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করেছে একটি সার্বভৌম দেশ, নিজস্ব পরিচয় এবং লাল-সবুজের পতাকা। এই বিজয় বাঙালির জীবনে এনে দিয়েছে আত্মমর্যাদা ও দেশের প্রতি গভীর দায়িত্ববোধ।

